সেলিম আল দীনের রচিত নাটক কোনটি?
এবার ধরা দাও
চারিদিকে যুদ্ধ
কেরামত মঙ্গল
এখানে নোঙর
Description (বিবরণ) :
প্রশ্ন: সেলিম আল দীনের রচিত নাটক কোনটি?
ব্যাখ্যা:
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম নাট্যকার সেলিম ও আল দীন রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো - ‘কেরামত মঙ্গল’(১৯৮৫), ‘জন্ডিস ও বিবিধ বেলুন’, ‘বাসন’, ‘চাকা’, ‘যৈবতী কন্যার মন’, ‘হরগজ’, ‘হাতহদাই’ ‘একটি মারমা রূপকথা’, ‘কিত্তনখোলা’, ‘মুনতাসীর ফ্যান্টাসি’ প্রভৃতি।
Related Question
কোন নাটকটি সেলিম আল দীনের?
মুনতাসীর ফ্যান্টাসী
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
বহুব্রীহি
কোন নাটকটি সেলিম আল দীনের?
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
সুবচন নির্বাসনে
মুনতাসীর ফ্যান্টাসী
সেলিম আল দীনের যে সৃষ্টিকর্মটি ব্যতিক্রমধর্মী -
নিমজ্জন
হরগজ
প্রাচ্য
ঊষা উৎসব ও স্বপ্নরমনীগণ