দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বে ও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?

দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ

দুই কোণ ও এক বাহু

তিন কোণ

তিন বাহু


Description (বিবরণ) :

প্রশ্ন: দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বে ও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?

ব্যাখ্যা: শীঘ্রই প্রশ্নের ব্যাখ্যা যোগ করা হবে!


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে -----

চাকু, চাকর

খদ্দর, হরতাল

চা, চিনি

রিকশা, রেস্তোঁরা

"আনারস", "বালতি" শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?

ইংরেজি

আরবি

পর্তুগিজ

উর্দু

কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ ?

বেলা অবেলা কালবেলা ও ধূসর পান্ডলিপি

বনলতা সেন ও উত্তর ফাল্গনী

ঝরা পালক ও রাখালী

ছাড়পত্র ও বনলতা সেন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম --------

নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী

মধুসূদন ও কুমুদিনী

গোবিন্দলাল ও রোহিনী

সুরেশ ও অচেলা