তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে ?

লাউড স্পিকার

এমপ্লিফায়ার

জেনারেটর

মাইক্রোফোন


Description (বিবরণ) :

প্রশ্ন: তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে ?

ব্যাখ্যা:

ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষন বিকর্ষণে স্পিকারের পর্দা কাপাকাপির কারণে সামনের বাতাসে কম্পন সৃষ্টি হওয়ার ফলে আমরা স্পিকার থেকে ভেসে আসা শব্দ শুনতে পাই। আর এভাবেই ইলেক্ট্রনিক সিগন্যালের শব্দ শক্তিতে রূপান্তর হয়।


Related Question

তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের মাধ্যমে তা হলো--

অ্যামপ্লিফায়ার

জেনারেটর

লাউড স্পিকার

মেইক্রোফোন

কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রুপান্তিত করে?

গ্যালভানোমিটার

ডায়নামো

হাইড্রোমিটার

ডাইরোসকোপ