বাংলাদেলের জাতীয় পতাকার ডিজাইনার কে?
জয়নুল আবেদীন
কামরুল হাসান
হাসেম খাঁন
হামিদুর রহমান
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলাদেলের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ব্যাখ্যা:
মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস। বর্তমান জাতীয় পতাকার ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকেরও ডিজাইন করেন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যায়ের বটতলায় এক ছাত্রসভায় ২ মার্চ ১৯৭১।
Related Question
বাংলাদেলের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
খাগড়াছড়ি
বান্দরবান
রাঙ্গামাটি
কুমিল্লা