ইউরোপের দীর্ঘতম নদী _

দানিয়ুব

ভলগা

রাইন

টেমস্


Description (বিবরণ) :

প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী _

ব্যাখ্যা:

ভোলগা নদী দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী। নদীটি মধ্য রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক ক্ষেত্রে একে রাশিয়ার জাতীয় নদী হিসেবে গ্রহণ করা হয়। মস্কোসহ রাশিয়ার বৃহত্তম এগারটি শহর ভোলগার অববাহিকায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম জলাধারগুলোর অধিকাংশই এই অঞ্চলে পাওয়া যায়। রুশ সংস্কৃতির এক অনবদ্য অংশ এই নদী। রাশিয়ান সাহিত্য ও রূপকথায় ভোলগাকে 'ভোলগা মাতুস্কা' বা ভোলগা মা বলে আখ্যায়িত করা হয়।


Related Question

১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম ----

ইতালির মিলান শহর, মালদিনীয়ানি

জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা

স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল

ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে

ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?

বেলজিয়াম

ফ্রান্স

জার্মানী

ফিনল্যান্ড

কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত ?

আম্মান

বাকু

ইস্তাম্বুল

এথেন্স

ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

বেননেভিস

মাউন্ট ব্ল্যাঙ্ক

মাউন্ট এভারেস্ট

কিলমানজারো