নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি ?
সাধু
চলিত
আঞ্চলিক
মিশ্র
Description (বিবরণ) :
প্রশ্ন: নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি ?
ব্যাখ্যা:
বাংলা ভাষার লৈখিক বা লেখ্যরূপের দুটি রীতি : একটি চলিত রীতি, অন্যটি সাধু রীতি। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা নবীন। নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে মান ধরে চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
Related Question
বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অনুপযোগী?
উপজাতীয় ভাষা
মিশ্রভাষা
চলতি ভাষা
সাধুভাষা