নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

বেগম শামসুন্নাহার মাহমুদ

কবি সুফিয়া কামার

ডা. লুৎফর রহমান


Description (বিবরণ) :

প্রশ্ন: নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?

ব্যাখ্যা:

মোহাম্মদ লুৎফর রহমান (১৮৮৯ - ১৯৩৬) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী। তিনি 'ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান' হিসেবে সমধিক পরিচিত।

নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ নামে একটি সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারীশক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি এবং একজন চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে পরিচিত হয়েছিলেন। তার প্রবন্ধ সহজবোধ্য এবং ভাবগম্ভীর। মহান জীবনের লক্ষ্যে সাহিত্যের মাধ্যমে মহান চিন্তাচেতনার প্রতি আকৃষ্ট হতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন তিনি। গভীর জীবনবোধ, মানবিক মূল্যবোধ, উচ্চ জীবন, সত্য জীবন, মানব জীবন, সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তার রচনার প্রসাদগুণ। প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা, উপন্যাস ও শিশুসাহিত্য রচনা করেছেন।


Related Question

আন্তর্জাতিক নারী দিবস কোনটি?

৮ই মার্চ

৭ই মার্চ

৯ই মার্চ

১১ই মার্চ

কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত?

বেগম সুফিয়া কামাল

রোকেয়া সাখাওয়াত হোসেন

সেলিনা হোসেন

শামসুন্নাহার মাহমুদ

' নদী ও নারী' কার রচনা?

কাজী আব্দুল ওদুদ

আবুল ফজল

শামসুদ্দিন আবুল কালাম

হুমায়ুন কবির

দিল্লীর সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?

কুতুবুদ্দিন আইবেক

শামসুদ্দিন ইলতুতমিশ

গিয়াসউদ্দিন বলবন

মুহম্মদ বিন তুঘলক