সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে ?

ড্যাস

কোলন

হাইফেন

সেমিকোলন


Description (বিবরণ) :

প্রশ্ন: সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে ?

ব্যাখ্যা: সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন( - ) ব্যবহৃত হয়। যেমন - এ আমাদের শ্রদ্ধা - অভিনন্দন, আমাদের প্রীতি - উপহার।


Related Question

সমাসবদ্ধ শব্দ ' আনত' কোন সমাসের উদাহরণ?

বহুব্রীহি

কর্মধারয়

সুপসুপা

অব্যয়ীভাব

বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

জনশ্রুতি

অনমনীয়

খাসমহল

তপোবন

সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?

উত্তর পদ

পর পদ

দক্ষিণ পদ

পূর্ব পদ

নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস?

উপদ্বীপ

চতুষ্পদী

দশানন

মহাকাব্য

'অনমনীয়' কোন সমাসবদ্ধ পদ?

নঞ্ বহুব্রীহি সমাসবদ্ধ পদ।

-

-