' জলে-স্থলে' কী সমাস?

সমার্থক দ্বন্দ্ব

বিপরীতার্থক দ্বন্দ্ব

অলুক দ্বন্দ্ব

একশেষ দ্বন্দ্ব


Description (বিবরণ) :

প্রশ্ন: ' জলে-স্থলে' কী সমাস?

ব্যাখ্যা: যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ণ থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জলে - স্থলে, হাতে - কলমে, দুধে - ভাতে , দেশে - বিদেশে ইত্যাদি। সম অর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন - হাট ও বাজার = হাট - বাজার। অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরোধ বা বৈপরীত্য বুঝায়, তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব । যেমন - আয় ও ব্যয় = আয় - ব্যয়। যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয়, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। যেমন - জায়া ও পতি = দম্পতি।


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

Choose the correct sentence.

I asked Javed had he passed

I asked Javed if he had passed

I asked Javed if you had passed

I asked Javed that had he passed