অপারেশন থিয়েটারে প্রবেশ করার আগে বাইরের কাপড় পরিবর্তন করে OT Dress পরতে হয় কেন?

সৌন্দর্য বর্ধন করার জন্য

OT-staff- দের সঠিকভাবে চিহ্নিত করার জন্য

Infection prevention করার জন্য

নিজস্ব কাপড়ে রক্ত ও ময়লা লেগে যেতে পারে সেজন্য


Description (বিবরণ) :

প্রশ্ন: অপারেশন থিয়েটারে প্রবেশ করার আগে বাইরের কাপড় পরিবর্তন করে OT Dress পরতে হয় কেন?

ব্যাখ্যা:

বিশেষজ্ঞদের মতে, অপারেশন থিয়েটার মানেই সারাক্ষণ রক্ত নিয়ে কাজ। এক একটি অপারেশনের সময়সীমাও কম নয়। এত ক্ষণ একটানা লাল রক্ত দেখতে দেখতে চিকিৎসক - নার্সদের চোখ ধাঁধিয়ে যায়, সব জায়গাতেই লালচে দাগ দেখেন।

দৃষ্টি বিভ্রমের ফলে অপারেশন করতে অসুবিধা হয়। তখন চারপাশের সবুজ রং ও পোশাকের সবুজ তাদের চোখকে আরাম দেয়।

কেন চোখ আরাম পায় সবুজে, আর কেনই বা ধাঁধিয়ে যায় দীর্ঘ লাল রঙে? এর ব্যাখ্যা দিলেন চক্ষু বিশেষজ্ঞ হিমাদ্রী দত্ত।
তার মতে, মানুষের চোখের কোনও কোষ প্রধানত তিন প্রকার রঙের হয়, লাল, সবুজ ও নীল। এই ধরনের কোষের সংখ্যা ৬০ - ৭০ লক্ষ। যার মধ্যে ৪৫ শতাংশই সবুজ রঙের। তাই মানুষের চোখ সবুজ রঙে আরাম পায়। লাল কোষের সংখ্যা সবচেয়ে কম থাকায় একটানা লাল রং সমস্যা তৈরি করে চোখে।


Related Question

অপারেশন জ্যাকপট হলোঃ

স্থল অভিযান

বিমান অভিযান

নৌ অভিযান

স্থল ও বিমান উভয় অভিযান

অপারেশন সার্চ লাইট চালু হয় কখন?

২৯ জানুয়ারি

২৯ ফেব্রুয়ারি

২৫ মার্চ

২৫ এপ্রিল