কোনটি নিত্য সমাসের সমস্তপদ ?
সেতার
প্রত্যহ
গ্রামান্তর
সহোদর
Description (বিবরণ) :
প্রশ্ন: কোনটি নিত্য সমাসের সমস্তপদ ?
ব্যাখ্যা:
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস - বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
Related Question
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?
এয়ো
কবিরাজ
সন্তান
কৃতদার
নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত ?
পড়াতাম
পড়ালাম
পড়িয়েছিলাম
পড়াবো
কোনটি নিত্য সমাস ?
কলেছাঁটা
ভবনদী
জয়ধ্বনি
জলমাত্র
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?
ডাইনী
সম্রাজ্ঞী
মানুষ
সভানেত্রী
কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?
সেতার
দেশান্তর
সহোদর
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
হ্যাঁ আমি যাব
যথা ধর্ম তথা জয়
আবার যেতে হবে
অতি ভক্তি চোরের লক্ষণ