মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
বাংলা ধ্বনিবিজ্ঞান
আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
ধ্বনিবিজ্ঞানের কথা
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
Description (বিবরণ) :
প্রশ্ন: মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
ব্যাখ্যা: মুহম্মদ আবদুল হাই (১৯১৯ - ১৯৬৯) শিক্ষাবিদ ধ্বনিতাত্ত্বিক ও সাহিত্যিক । তিনি প্রবন্ধ ও গবেষণার জন্য ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব ( ১৯৬৪) ।
Related Question
শাহ মুহাম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি?
রসূল বিজয়
নূর চামা
শবে মেরাজ
ইউসুফ জোলেখা
ড. মুহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন ?
কবি
ঐতিহাসিক
সমাজ সংস্কারক
ভাষাতত্ত্ববিদ
ধ্বনিবিদ মুহাম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
এ্যা ধ্বনি
ও ধ্বনি
য়্ ধ্বনি
উ ধ্বনি
কোনটি হযরত মুহাম্মদ (স)-এর জীবনী গ্রন্থ?
মরুমায়া
মরুভাস্কর
মরুতীর্থ
মরুকুসুম
ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
বঙ্গভাষা ও সাহিত্য
বাংলা সাহিত্যের কথা
বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
কোনটি হযরত মুহাম্মদ (স)-এর জীবনী গ্রন্থ?
মরুমায়া
মরুভাস্কর
মরুর্তীথ
মরুকুসুম