UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
৬ টি
৭টি
৮টি
৯টি
Description (বিবরণ) :
প্রশ্ন: UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
ব্যাখ্যা: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সুশাসন নিশ্চিকরণে ৯টি উপাদান উল্লেখ করেছে। জাতিসংঘের বিশেষায়িত এই উন্নয়ন সংস্থাটি ১৯৯৭ সালে ' Governance for Sustainable Human Development ' নামক কৌশলপত্রে প্রথম সুশাসনের সংজ্ঞা প্রদান করে। UNDP তার গবেষণায় সুশাসনের ৯ টি উপাদান চিহ্নিত করে। যথা : ১. সমঅংশীদারিত্ব (Participation ) , ২. আইনের শাসন (Rule of Law), ৩. স্বচ্ছতা (Transparency), ৪. সংবেদনশীলতা (Responsiveness), ৫. সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য ( Consensus Orientation) , ৬. সমতা ও ন্যায্যতা ( Equity), ৭. কার্যকারিতা ও দক্ষতা (Effectiveness & Efficiency), ৮. জবাবদিহিতা (Accountability), ৯. কৌশলগত লক্ষ্য (Strategic Vision) উল্লেখ্য, সুশাসন নিশ্চতকরণে জাতিসংঘ (UN) ৮টি , বিশ্বব্যাংক (WB) ৪ টি এবং এডিবি (ADB) ও আইডিএ (IDA) ৬টি করে উপাদানের উল্লেখ করেছে।
Related Question
UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত?
৪৪৪ ডলার
৭৭০ ডলার
১০৭০ ডলার
১৭৭০ ডলার
UNDP- এর মানব উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্নে অবস্থানকারী দেশ কোনটি?
কিউবা
ডিআর কিউবা
শ্রীলংকা
জাপান
UNDP - র সদর দপ্তর কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
জেনেভা
রোম
ভিয়েনা
কোন বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?
১৯৯৫
১৯৯৭
১৯৯৮
১৯৯৯
UNDP'র সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
ওয়াশিংটন
রোম
নিউইয়র্ক