ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?

নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার

একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার

ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

উপরের কোনোটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?

ব্যাখ্যা: ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী সার্ভারগুলোকে ক্লাউড সার্ভার বলা হয়। এ সার্ভারগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকীর সামর্থ্য, প্রয়োজন ও চাহিদা মোতাবেক এরা সেবা দিয়ে থাকে। বিষয়টি আরো পরিষ্কার করে বললে Resources Flexibility , On Demand ,Pay as you go - এ তিনটি বৈশিষ্ট্যের ক্লাউড সার্ভারের সেবা নির্ভর করে।


Related Question

ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?

অবকাঠামোগত

প্লাটফর্মভিত্তিক

সফটওয়্যার

সবগুলো

ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি?

অবকাঠামোগত

প্লাটফর্মভিত্তিক

সফটওয়্যার

উপরের সবগুলো