সন্ধি- বিচ্ছেদ করুন ' পনির'---
পনি+এর
পনি+র
পন+ইর
পন+ই+র
Description (বিবরণ) :
প্রশ্ন: সন্ধি- বিচ্ছেদ করুন ' পনির'---
ব্যাখ্যা:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি।
বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন,
অ + এ = এ (অ লোপ) |
শত + এক = শতেক |
কত + এক = কতেক |
|
আ + আ = আ (একটা আ লোপ) |
শাঁখা + আরি = শাঁখারি |
রূপা + আলি = রূপালি |
|
আ + উ = উ (আ লোপ) |
মিথ্যা + উক = মিথ্যুক |
হিংসা + উক = হিংসুক |
নিন্দা + উক = নিন্দুক |
ই + এ = ই (এ লোপ) |
কুড়ি + এক = কুড়িক |
ধনি + ইক = ধনিক |
গুটি + এক = গুটিক |
আশি + এর = আশির |
Related Question
সন্ধি- বিচ্ছেদ করুন- ' সংসার'।
সৎ + সার
সম + সার
সন + সার
সং + সার
'শশাঙ্ক' শব্দের সন্ধি- বিচ্ছেদ-
শশ+ অঙ্ক
শস+ অঙ্ক
শশা+ অঙ্ক
শসা+ অঙ্ক
‘বনস্পতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ?
বনঃ+ পতি
বন্+পতি
বনস+ পতি
বন+পতি
'পদ্ধতি' শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি?
পদ্ + হতি
পৎ + হতি
পদ্ + ধতি
পৎ + ধতি
'গবেষণা' শব্দের সঠিক সন্ধি- বিচ্ছেদ কোনটি?
গব + এষণা
গো + এষণা
গো + ষণা
গ + বেষণা
‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি- বিচ্ছেদ কোনটি?
চল+চিত্র
চলত+চিত্র
চলৎ+চিত্র
চলঃ +চিত্র