নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?

অক্ষরেখা

দ্রাঘিমারেখা

উচ্চতা

সমুদ্রস্রোত


Description (বিবরণ) :

প্রশ্ন: নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?

ব্যাখ্যা: সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহওয়ার অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলোর মধ্যে অক্ষাংশ উচ্চতা, সমুদ হতে দূরত্ব, বায়ুপ্রবাহের দিক , বৃষ্টিপাত , সমুদ্রের স্রোত পর্বতের অবস্থান , বনভূমি ঢাল ও মাটির বিশেষত্ব ইত্যাদি উল্লেখ্যযোগ্য । দ্রাঘিমারেখা কোনো অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না।


Related Question

নিম্নের কোন স্থানটি 'অফ-শোর' (Off-Shore) ব্যাংকিং স্থান নামে পরিচিত?

জার্মানি

কেম্যান আইল্যান্ড

ইন্ডিয়া

ইসরাইল

নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়?

ব্যাংক হার বৃদ্ধি

নগদ জমার অনুপাত বৃদ্ধি

খোলাবাজারে ঋণপত্র বিক্রয়

মুদ্রা সরবরাহ বৃদ্ধি

নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়

মাউস

মনিটর

সিপিইউ

পাওয়ার পয়েন্ট