বাংলা একাডেমি বানান বিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?

ঊনসত্তর

রচনাবলি

মরুঝড়

বৈশাখি


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা একাডেমি বানান বিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?

ব্যাখ্যা:

স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ১৬ মার্চ ২০১৮ জাতিসংঘের উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি (UNCDP) আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে বাংলাদেশ প্রাথমিকভাবে LDC থেকে উত্তরণের মানদন্ড পূরণ করেছে মর্মে অবহিত করে।


Related Question

১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন----

হুমায়ুন আজাদ

আহমদ শরীফ

ওয়াকিল আহমদ

আব্দুল মতিন খান

' বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' --এর সম্পাদক কে?

মুহম্মদ আব্দুল হাই

মুহম্মদ শহীদুল্লাহ

মুহম্মদ এনামুল হক

আহমদ শরীফ

কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?

১৯৪৮ সালে

১৯৫২সালে

১৯৫৫ সালে

১৯৬৯ সালে

সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?

সৈয়দ শামসুল হক

সেলিনা হোসেন

আখতারুজ্জামান ইলিয়াস

শওকত আলী