বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
শাহজাদপুরে
নেত্রকোনায়
রামপালে
মহাস্থানগড়ে
Description (বিবরণ) :
প্রশ্ন: বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
ব্যাখ্যা:
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার মহাস্থানগড়ে অবস্থিত।
শাহ সুলতান বলখী মাহিসাওয়ার ১৪শ শতাব্দির মুসলিম ধর্ম প্রচারক তিনি পুণ্ড্রবর্ধন (বর্তমান বগুড়া জেলা) এবং সন্দ্বীপ ইসলাম প্রচার করেছিলেন।
তিনি আফগানিস্তানের বালখ রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালখ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র, পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন, ৪৪ হিজরীতে তিনি পুন্ড্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌছেন। পরে তিনি মহাস্তান গড়ে (পুন্ড্রবর্ধনের রাজধানী)আসেন।
Related Question
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
মহাস্থানগড়ে
শাহজাদপুরে
নেত্রকোনায়
রামপালে
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত -------
মহাস্থানে
শাহজাদপুরে
নেত্রকোণায়
রামপালে