নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?

করচ

হিজল

ডুমুর

গজারী


Description (বিবরণ) :

প্রশ্ন: নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?

ব্যাখ্যা:

যে সমস্ত উদ্ভিদ পানিতে বা পানি যুক্ত স্থানে জন্মে তাদেরকে জলজ উদ্ভিদ বলে। এসব জলজ উদ্ভিদ নদী - নালা, খাল - বিল, ডোবা - পুকুর, হ্রদ - জলাশয় ইত্যাদিতে প্রচুর পরিমাণে জন্মে। যেমন - করচ, হিজল, ডুমুর, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, কলমি, কচুরিপানা, বট বৃক্ষ ইত্যাদি । গজারি মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এর অপর নাম শাল। গাছ কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম গজারি হয়েছে মনে করা হয়। বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের গাজারি বনই দেশের বৃহত্ পত্রঝরা বনাঞ্চল। লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি ভালো জন্মে।


Related Question

উদ্ভিদের বৃদ্ধি হয় নীচের কোনটির প্রভাবে?

পানির প্রভাবে

Urea সারের প্রভাবে

TSP সারের প্রভাবে

MP সারের প্রভাবে

পৃথিবীর আহ্নিক গতির কারণে নীচের কোনটি হয়?

দিন-রাত্রি

ঋতু পরিবর্তন

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস

খরা

নীচের কোনটি একটি এন্টিভাইরাস সফটওয়্যার ?

ফুজিতসু

উইন-প্রো

সিমেন্টেক

এজাক্স

কোনটিই নয়

নীচের কোনটি একটি ডাটাবেজ সফটওয়্যার নয়?

ওরাকল

এমএস এক্সেল

এসকিউএল

এমএস আউটলুক

কোনটিই নয়

নীচের কোনটি একটি অপারেটিং সিস্টেম?

এন্ড্রয়েড

অ্যাপল

সিম্বিয়ান

ম্যাক

কোনটিই নয়