মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
একটি কালো মেয়ের কথা
তেইশ নম্বর তৈলচিত্র
আয়নামতির পালা
ইছামতী
Description (বিবরণ) :
প্রশ্ন: মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রথম উপন্যাস একটি কালো মেয়ের কথা রচনা করেছিলেন শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যয়। নির্যাতিতা ও সন্তানহারা কালো মেয়ে নাজমা ১৯৭১ - এর বাংলাদেশের প্রতিরূপক হয়ে উঠেছে উপন্যাসে। তবে, উপন্যাসটিতে ব্যক্তিগত কথকতা ছাপিয়ে বড়ো হয়ে উঠেছে পূর্ব বাংলার সমাজ - রাজনীতি, গণহত্যা ও বাঙালির মহান মুক্তিযুদ্ধ।
Related Question
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?
কুষ্টিয়া
যশোর ও সিলেট
রংপুর ও দিনাজপুর
ময়মনসিংহ
মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে?
নীলিমা ইব্রাহীম
জহির রায়হান
শেখ মুজিবুর রহমান
আব্দুল গাফফার চৌধুরী
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?
বরিশাল
সিলেট
চট্টগ্রাম
দিনাজপুর
কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন ?
জ্যা পল সাত্রে
ক্লডে সিমোন
ডব্লিউ এ এস ওডারল্যান্ড
কেউ নয়
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
মাটি আর অশ্রু
হাঙর নদী গ্রেনেড
সারেং বৌ
ক্রীতদাসের হাসি
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
সেগুনবাগিচা
ধানমণ্ডি
মগবাজার
বনানী