মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

একটি কালো মেয়ের কথা

তেইশ নম্বর তৈলচিত্র

আয়নামতির পালা

ইছামতী


Description (বিবরণ) :

প্রশ্ন: মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রথম উপন্যাস একটি কালো মেয়ের কথা রচনা করেছিলেন শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যয়। নির্যাতিতা ও সন্তানহারা কালো মেয়ে নাজমা ১৯৭১ - এর বাংলাদেশের প্রতিরূপক হয়ে উঠেছে উপন্যাসে। তবে, উপন্যাসটিতে ব্যক্তিগত কথকতা ছাপিয়ে বড়ো হয়ে উঠেছে পূর্ব বাংলার সমাজ - রাজনীতি, গণহত্যা ও বাঙালির মহান মুক্তিযুদ্ধ।


Related Question

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?

কুষ্টিয়া

যশোর ও সিলেট

রংপুর ও দিনাজপুর

ময়মনসিংহ

মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে?

নীলিমা ইব্রাহীম

জহির রায়হান

শেখ মুজিবুর রহমান

আব্দুল গাফফার চৌধুরী

কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন ?

জ্যা পল সাত্রে

ক্লডে সিমোন

ডব্লিউ এ এস ওডারল্যান্ড

কেউ নয়

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

মাটি আর অশ্রু

হাঙর নদী গ্রেনেড

সারেং বৌ

ক্রীতদাসের হাসি

মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

সেগুনবাগিচা

ধানমণ্ডি

মগবাজার

বনানী