'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
রামানন্দ চট্রোপাধ্যায়
শামসুর রাহমান
সিকান্দার আবু জাফর
Description (বিবরণ) :
প্রশ্ন: 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
ব্যাখ্যা:
ঢাকা প্রকাশ ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮৬১ সালের ৭ মার্চ বাবুবাজারের ‘বাঙ্গালা যন্ত্র’ থেকে। পত্রিকার শিরোনামের নিচে একটি সংস্কৃত শ্লোকাংশ ‘সিদ্ধিঃ সাধ্যে সমামস্ত্ত’ (সাধ্য অনুযায়ী সিদ্ধিলাভ হোক) মুদ্রিত হতো। প্রতি সপ্তাহে গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার তা বের হতো। ডাকমাশুলসহ পত্রিকার বার্ষিক মূল্য ছিল ৫ টাকা। ঢাকা প্রকাশের প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। পরিচালকগণের মধ্যে প্রধান ছিলেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ। কৃষ্ণচন্দ্র মজুমদারের পর দীননাথ সেনের পরিচালনায় পত্রিকা প্রকাশিত হয়। এ সময় বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারে পত্রিকা প্রকাশিত হতে থাকে। চতুর্থ বর্ষের ২৩ থেকে ৩৬ সংখ্যা পর্যন্ত দীননাথ পরিচালনা করেন। পরে সে ভার অর্পিত হয় জগন্নাথ অগ্নিহোত্রী ও গোবিন্দপ্রসাদ রায়ের ওপর। পঞ্চম বর্ষ থেকে শুক্রবারের বদলে ঢাকা প্রকাশ রোববারে প্রকাশিত হতে শুরু করে।
Related Question
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়---
১৮৯৭ সালে
১৯০২ সালে
১৯২১ সালে
১৯০৫ সালে
ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন----
শায়েস্তা খান
নওয়াব সলিমুল্লাহ
মির্জা আহমেদ খান
খান সাহেব আবুল হাসনাত
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর------
ড. রমেশচন্দ্র মজুমদার
ড. মাহমুদ হাসান
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
স্যার এ. এফ. রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কি?
খুদা কমিশন
নাথান কমিশন
ম্যাকলি কমিশন
মেটকাফ কমিশন
ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
১২০৬ খ্রিঃ
১৩১০ খ্রিঃ
১৫২৬ খ্রিঃ
১৬১০ খ্রিঃ
ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রিনটির নাম -----
এগার সিন্দুর এক্সপ্রেস
পারাবত এক্সেপ্রেস
উপকূল এক্সপ্রেস
সৈকত এক্সপ্রেস