চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ?

চৈনিক

বাংলা

ফারসি

পর্তুগীজ


Description (বিবরণ) :

প্রশ্ন: চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ?

ব্যাখ্যা:

চিনা – চা, চিনি, লুচি, লিচু

বর্মী – ঘুগনি, লুঙ্গি, ফুঙ্গি।

ফারসী – সরকার, দরবার, বিমা, আমীর, উজীর, ওমরাহ, বাদশা, খেতাব।

আরবী – আক্কেল, কেতাব, ফসল, মুহুরী, হজম, তামাসা, জিলা।

নবগঠিত শব্দ : নতুন করে গড়ে - ওঠা শব্দকে নবগঠিত শব্দ বলে।