ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উইলিয়াম কেরি
রামরাম বসু
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
Description (বিবরণ) :
প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
ব্যাখ্যা:
১৮০১ খ্রিষ্টাব্দে ডেভিড ব্রুনস্ডন এবং থমাস মৃত্যুবরণ করেন। এই বছরে কোম্পানির গভর্নর - জেনারেল ওয়েল্সলি ইংল্যান্ড থেকে আগত কোম্পানির তরুণ সিভিলিয়ানদের দেশীয় ভাষা, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল ইত্যাদি শেখানোর উদ্দেশে কলকাতায় ফোর্ট উইলিয়াম নামক একটি কলেজ স্থাপন করেন। এবং উইলিয়াম কেরি এই বছর মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার শিক্ষক নিযুক্ত হন। সেই সাথে কেরির অধীনে কয়েকজন বাঙালি পণ্ডিত এবং মুনশি নিযুক্ত হয়। দেশীয় পণ্ডিতদের নিয়ে কেরি শ্রেণি ভিত্তিক কয়েকটি পাঠ্যপুস্তক প্রকাশ করেন। রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রথম দু বছরে তিনটি গ্রন্থ এবং কেরি একটি বাংলা ব্যাকরণ ও আদর্শ সংলাপের একটি গ্রন্থ প্রকাশ করেন।
Related Question
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৭৯৯ খ্রিঃ
১৮০০ খ্রিঃ
১৮০২ খ্রিঃ
১৮০৪ খ্রিঃ
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
১৭৯৫
১৭৯৯
১৮০০
১৮০১
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
উইলিয়াম কেরি
লর্ড ওয়েলেসলি
মৃত্যুঞ্জল বিদ্যালঙ্কার
রামরাম বসু
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
১৮০০
১৮০১
১৮০২
১৮০৩
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
১৮০১
১৮০২
১৮০৩
১৮০৪
ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
হরপ্রসাদ শাস্ত্রী
রামমোহন রায়
মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
প্রমথ চৌধুরী