'অপু' ও 'দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের ?
বোবাকাহিনী
পথের পাঁচালী
নৌকাডুবি
দিবারাত্রির কাব্য
Description (বিবরণ) :
প্রশ্ন: 'অপু' ও 'দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের ?
ব্যাখ্যা: পথের পাঁচালী(১৯২৯)[১] হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করনটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তী কালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মান করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।[২] সমগ্র উপন্যাসটি তিনটি খণ্ড ও মোট পঁয়ত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত। খণ্ড তিনটি যথাক্রমে বল্লালী বালাই (পরিচ্ছেদ ১ - ৬; ইন্দির ঠাকরূনের বর্ণনা দেওয়া হয়েছে), আম - আঁটির ভেঁপু (পরিচ্ছেদ ৭ - ২৯; অপু - দুর্গার একসাথে বেড়ে ওঠা, চঞ্চল শৈশব, দুর্গার মৃত্যু, অপুর সপরিবারে কাশীযাত্রা চিত্রিত হয়েছে) এবং অক্রূর সংবাদ (পরিচ্ছেদ ৩০ - ৩৫; অপুদের কাশীজীবন, হরিহরের মৃত্যু, সর্বজয়ার কাজের জন্য কাশীত্যাগ এবং পরিশেষে নিশ্চিন্দিপুরে ফিরে আসার কাহিনী বর্ণিত হয়েছে)।
Related Question
কোনটি অপুষ্পক উদ্ভিদ?
সুপারি
মরিচ
গম
ব্যাঙের ছাতা
বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার ?
৯০ শতাংশ
৪৬ শতাংশ
৯২ শতাংশ
৮৯ শতাংশ
'অপু' কোন উপন্যাসের চরিত্র?
পথের পাঁচালী
পদ্মা নদীর মাঝি
লালসালু
কাঁদো নদী কাঁদো
কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়?
ক্লোরেলা
শিমুল
নস্টক
ব্যাঙের ছাতা
অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১০, ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে?
১২ দিন
৯ দিন
৬ দিন
৩ দিন