ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
দেশী
বিদেশী
তদ্ভব
তৎসম
Description (বিবরণ) :
প্রশ্ন: ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
ব্যাখ্যা: বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য - ণ এবং দন্ত্য - ন - এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ণ - এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।