”বিদ্রোহী” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?

ভাঙ্গার গান

অগ্নিবীণা

প্রলয় শীখা

বিষের বাঁশি


Description (বিবরণ) :

প্রশ্ন: ”বিদ্রোহী” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?

ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"। এতে মোট ১২ টি কবিতা রয়েছে - প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর - ধারিনী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত - ইল - আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মোহররম।