বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি ?
সুন্দরম
লোকায়ত
কারি ও কলম
উত্তরাধিকার
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি ?
ব্যাখ্যা:
বর্তমানে বাংলা একাডেমি থেকে ‘ধান শালিকের দেশ’, ‘উত্ত্রাধিকার’, ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’, ‘বাংলা একাডেমি পত্রিকা;, ‘লেখা’ ও ‘বাংলা একাডেমি জার্নাল’ নামে ৬ টি পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে শুরুর দিকে ‘উত্তরাধিকার’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও বর্তমানে পত্রিকাটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে। অন্যদিকে ‘ধান শালিকের দেশ’ হচ্চে ত্রৈমাসিক কিশোর পত্রিকা। কাজেই প্রশ্নে সঠিক উত্তর দেয়া নেই।
Related Question
"বাংলা একাডেমী" কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৫ খ্রিষ্টাব্দে
১৯৫২ খ্রিষ্টাব্দে
১৩৫৫ খ্রিষ্টাব্দে
১৩৫২ খ্রিষ্টাব্দে
আবুল ফজল বাংলা একাডেমী পুরস্কার পান কোন সালে?
১৯৬৭
১৯৬২
১৯৬৯
১৯৭০
বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৫৫ খ্রিঃ
১৩৫৫ বঙ্গাব্দ
১৯৫২ খ্রিঃ
১৩৫২ বঙ্গাব্দ
‘বাংলা একাডেমী’ পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
১৯৬০ সাল
১৯৬১ সালে
১৯৬২ সালে
১৯৬৪ সালে
বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী?
চামেলী হাউস
সাহিত্য পরিষদ
বর্ধমান হাউস
বঙ্গীয় সাহিত্য সভা
বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৪
১৯৫৫
১৯৫৬
১৯৫৭