"At a stretch" means:

irregularly

without break

decaying

long way


Description (বিবরণ) :

প্রশ্ন: "At a stretch" means:

ব্যাখ্যা:

At a stretch - একটানা, without any break.]

প্রদত্ত phrase 'At a stretch’ - এর অর্থ একটানা। প্রদত্ত option - গুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত 'Irregularly’ অর্থ অনিয়মিতভাবে, option (খ) তে প্রদত্ত without break অর্থ বিরতিহীন। আবার option (গ) তে প্রদত্ত decaying - এর অর্থ বিলুপ্তপ্রায় এবং option (ঘ) তে প্রদত্ত long bay অর্থ দীর্ঘপথ। সুতরাং সঠিক উত্তর (খ)।