Apenthesis - এর অর্থ -

স্বরসঙ্গতি

স্বরাগম

অভিশ্রুতি

অপিনিহিতি


Description (বিবরণ) :

প্রশ্ন: Apenthesis - এর অর্থ -

ব্যাখ্যা:

পরের ই - কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই - কার বা উ - কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে।

যেমন - আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি >মাইর।