মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?
ব
ট
ঝ
খ
Description (বিবরণ) :
প্রশ্ন: মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্পপ্রাণ আর বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ। অন্যদিকে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলা হয় ঘোষধ্বনি। সুতরাং মহাপ্রাণ ঘোষ ধ্বনিগুলো হলো - ঘ, ঝ, ঢ, ধ, ভ ইত্যাদি। উল্লেখ্য যে,
৩য় + ৪র্থ = ঘোষ = গ, ঘ জ, ঝ দ, ধ ব, ভ
২য় + ৪র্থ = মহাপ্রাণ = খ, ঘ ছ, ঝ থ, ধ ফ, ভ
Related Question
বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
তৃতীয় বর্ণ
দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
প্রথম ও দ্বিতীয় বর্ণ
দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
তাড়ন জাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?
ড়
ঢ়
ল
র
কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
খ, ঝ
ক, খ
ত, দ
চ, জ
কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
খ
চ
ঘ
গ
কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
চ
ঝ
ড
থ
মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
চ
ছ
জ
গ