”সংবাদ প্রবাকর” পত্রিকার সম্পাদক-

কবি ইশ্বর গুপ্ত

রাজা রামমোহন রায়

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

জন ক্লার্ক মার্শম্যান


Description (বিবরণ) :

প্রশ্ন: ”সংবাদ প্রবাকর” পত্রিকার সম্পাদক-

ব্যাখ্যা:

‘সংবাদ প্রভাকর’ (১৮৩১) ও ‘ সংবাদ রত্নবলী’ (১৮৩২) পত্রিকা দুটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। অন্যদিকে, রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় যৌথভাবে সম্পাদনা করেন ‘সম্বাদ কৌমুদি’ (১৮২১) পত্রিকা। জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করেন যথাক্রমে ‘দিগদর্শন’ (১৮১৮) ও ‘সমাচর দর্পণ’ (১৮১৮) প্রত্রিকা।