'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ

পাকা আম

কপটচারী

কপটহীন ব্যক্তি

ভণ্ডসাধু


Description (বিবরণ) :

প্রশ্ন: 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ

ব্যাখ্যা:

বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে।

বর্ণচোরা = কপটচারী

বর্ণচোরা আম = কপট ব্যক্তি


Related Question

’বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো-

পাকা আম

কপটচারী

কপটহীন ব্যক্তি

ভন্ডসাধু

অসৎ লোক

’বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো :

পাকা আম

কপটচারী

পকটহীন ব্যক্তি

ভন্ডসাধু

বর্ণচোরা’ কোন ধরনের সমাস?

অলুক তৎপুরুষ

নঞ তৎপুরুষ

ষষ্ঠী তৎপুরুষ

উপপদ তৎপুরুষ