'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে' কার?

উপসর্গ

সন্ধি

সমাস

কারক


Description (বিবরণ) :

প্রশ্ন: 'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে' কার?

ব্যাখ্যা:

'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে' উপসর্গের।

যে সকল অব্যয় মূল শব্দ বা ধাতুর সঙ্গে মিলে বা ধাতুকে অবলম্বন করে ওই ধাতুর নানা অর্থের সৃষ্টি করে তাদেরকে উপসর্গ বলা হয়।

বাংলা ভাষায় ব্যবহূত উপসর্গগুলোর কোনো অর্থবাচকতা নেই, শুধু মূল শব্দ বা ধাতুর পূর্বে এরা ব্যবহূত হলেই এদের অর্থ দ্যোতকতা শক্তি দৃষ্ট হয়।


Related Question

অর্থবাচকতা নাই-

কারকের

উপসর্গের

অনুসর্গের

ধাতুর

”নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির

অনুসর্গের

বিভক্তির

উপসর্গের

পদাশ্রিত অব্যয়ের

অর্থবাচকতা নাই---

কারকের

উপসর্গের

অনুসর্গের

ধাতুর

কার অর্থবাচকতা নেই , অর্থদ্যোতকতা আছে?

সমাসের

কারকের

অনুসর্গের

উপসর্গের

’নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’- কোনটির?

অনুসর্গের

বিভক্তির

উপসর্গের

পদাশ্রিত অব্যয়ের