হুমায়ূন আহমেদের 'শ্যামলা ছায়া ' উপন্যাসের পটভূমি হচ্ছে--।
নগর জীবন
জেলেদের জীবন
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
গ্রামীণ জীবন
Description (বিবরণ) :
প্রশ্ন: হুমায়ূন আহমেদের 'শ্যামলা ছায়া ' উপন্যাসের পটভূমি হচ্ছে--।
ব্যাখ্যা:
হুমায়ূন আহমেদের 'শ্যামলা ছায়া ' উপন্যাসের পটভূমি হচ্ছে - - বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
শ্যামল ছায়া ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রের পরিচালক হলেন হুমায়ূন আহমেদ।
এই ছবিটি ২০০৬ সালে "সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র" বিভাগে একাডেমি পুরস্কার এর জন্য বাংলাদেশ থেকে নিবেদন করা হয়েছিল। ছবির বিশেষত্ব হচ্ছে, সরাসরি যুদ্ধের দৃশ্য না দেখিয়েও এতে যুদ্ধের আবহ ফুটিয়ে তোলা হয়েছে।
Related Question
মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কোন উপন্যাসে?
আগুনের পরশমণি
এই সব দিনরাত্রি
দুই দুয়ারী
কে কথা কয়
হুমায়ূন আহমেদ বাংলাা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত?
কবি
নাট্যকার
ঔপন্যাসিক
কথাসাহিত্যিক
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
নন্দিত নরকে
শঙ্খনীল কারাগার
কোথাও কেউ নেই
বহুব্রীহি
হুমায়ূন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযোদ্ধ নিয়ে লেখা?
শঙ্খনীল কারাগার
নন্দিত নরকে
তেঁতুল বনে জোৎস্না
জোৎস্না ও জননীর গল্প
হুমায়ূন আহমেদ-এর কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা?
শঙ্খনীল কারাগার
জোছনা ও জননীর গল্প
তেঁতুল বনে জোৎস্না
নন্দিত নরকে
হুমায়ূন আহমেদের জন্ম কোন জেলায় ----
ময়মনসিংহ
নেত্রকোনো
পিরোজপুর
ঢাকা