কবিতার ছন্দ সাধারণত কত প্রকার?

২ প্রকার

৩ প্রকার

৪ প্রকার

৬ প্রকার


Description (বিবরণ) :

প্রশ্ন: কবিতার ছন্দ সাধারণত কত প্রকার?

ব্যাখ্যা:

কবিতার ছন্দ সাধারণত ৩ প্রকার।

বাংলা কবিতার ছন্দ মূলত ৩টি - স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ।

তবে বিংশ শতক থেকে কবিরা গদ্যছন্দেও কবিতা লিখতে শুরু করেছেন। এই ছন্দে সেই সুশৃঙ্খল বিন্যাস না থাকলেও ধ্বনিমাধুর্যটুকু অটুট রয়ে গেছে, যে মাধুর্যের কারণে ধ্বনিবিন্যাস ছন্দে রূপায়িত হয়।