মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?

চণ্ডীমঙ্গল

মনসামঙ্গল

অন্নদামঙ্গল

ধর্মমঙ্গল


Description (বিবরণ) :

প্রশ্ন: মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?

ব্যাখ্যা:

মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম চণ্ডীমঙ্গল।

চণ্ডীমঙ্গল মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অন্য দুই উল্লেখনীয় কাব্য মনসামঙ্গল ও ধর্মমঙ্গল।

জনশ্রুতি অনুসারে চণ্ডীমঙ্গল কাব্যের আদি - কবি মানিক দত্ত। এই কাব্যের জনপ্রিয় কবি মুক্তারাম সেন, হরিরাম, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ মাধব বিশেষ উল্লেখনীয়।

কবির আত্মজীবনী থেকে জানতে পারি মোটামুটি ভাবে ১৫৯৪ - ১৬০৩ খ্রিঃ - এর মধ্যে তার কাব্য রচিত হয়।

মুকুন্দের চণ্ডীমঙ্গলের অধিকাংশ ভনিতায় অভয়ামঙ্গল নামে কাব্যটির উল্লেখ পাওয়া যায়।