'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?

হুমায়ূন আহমেদ

আবুল ফজল

আকবর আলী

শওকত ওসমান


Description (বিবরণ) :

প্রশ্ন: 'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?

ব্যাখ্যা:

'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা হুমায়ূন আহমেদ।

‘নদী ও নারী’ অধ্যাপক হুমায়ুন কবীর রচিত একটি অত্যন্ত হৃদয়গ্ৰাহী উপন্যাস। গ্রামের পটভূমিতে এ উপন্যাস রচনা করেছেন তিনি। চরের মানুষের জীবনালেখ্য মূর্ত হয়ে উঠেছে উপন্যাসের পরতে পরতে। পল্পী মানুষের সুখ - দুঃখ হাসি - কান্না, হিংসাবিদ্বেষ উপন্যাসের চরিত্রগুলোতে সাবলীল হয়ে ধরা পড়েছে।

বন্ধুত্বের গভীরতা যেমন প্ৰাণে দোলা জাগায়, তেমনি হিংসাপরায়ণতা মনকে করে তোলে বিষাদময়। একদিকে সংস্কার, অন্যদিকে বাঁচার তাগিদ; একদিকে প্ৰেম, অন্যদিকে বিদ্বেষ: সমাজের ঘটনাবহুল জীবন উপন্যাসের চরিত্রগুলোকে করে তুলেছে প্রাণবন্ত।


Related Question

' নদী ও নারী' কার রচনা?

কাজী আব্দুল ওদুদ

আবুল ফজল

শামসুদ্দিন আবুল কালাম

হুমায়ুন কবির

'নদী ও নারী' এর রচয়িতা কে ?

আবুল ফজল

হুমায়ুন কবির

কাজী আলাউদ্দিন

হুমায়ুন আহমেদ

'নদী ও নারী ' গ্রন্থের লেখক কে?

কাজী আব্দুল ওদুদ

রোকেয়া সাখাওয়াত হোসেন

হুমায়ুন কবির

হাসানা আজিজুল হক

”নদী ও নারী” গ্রন্থটি কার লেখা?

আবুল ফজল

হুমায়ুন কবীর

আবুল হুসেন

কাজী আব্দুল ওদুদ

”নদী ও নারী” গ্রন্থটি কার লেখা?

আবুল ফজল

হুমায়ুন কবীর

আবুল হুসেন

কাজী আব্দুল ওদুদ

’নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

কাজী আবদুল ওদুদ

আবুল ফজদ

রশীদ করিম

হুমায়ুন কবির