শব্দের মূলকে কী বলে?

প্রকৃতি

ধাতু

মৌলিক শব্দ

সংজ্ঞা


Description (বিবরণ) :

প্রশ্ন: শব্দের মূলকে কী বলে?

ব্যাখ্যা:

শব্দের মূলকে প্রকৃতি বলে।

প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে।

প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি।

কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়।


Related Question

শব্দের মূলকে কী বলে?

প্রকৃতি

ধাতু

মৌলিক শব্দ

সংজ্ঞা

শব্দের মূলকে কি বলে?

বিভক্তি

প্রত্যয়

অব্যয়

প্রকৃতি