সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?

বিশেষ্য ও বিশেষণ পদে

ক্রিয়া ও সর্বনাম পদে

বিশেষ্য ও ক্রিয়া পদে

বিশেষণ ও ক্রিয়া পদে


Description (বিবরণ) :

প্রশ্ন: সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?

ব্যাখ্যা:

সাধু ও চলিত রীতির মূল পার্থক্য সূচিত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদে। যেমন সাধু ও চলিত রূপ যথাক্রমে

বন্য - বুনো,

দেখিয়া - দেখে,

তাহার - তার।


Related Question

সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয়--

অব্যয়

সম্বোধন পদ

সর্বনাম

ক্রিয়া

সাধু ও চলিত ভাষায় পার্থক্য মূলত--

বিশেষ্য ও সর্বনাম

ক্রিয়া ও সর্বনামে

অব্যয় ও বিশেষণে

বিশেষণ ও ক্রিয়ায়

সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি ?

ক্রিয়া ও বিশেষণ পদে

বিশেষ্য ও বিশেষণ পদে

সর্বনাম ও ক্রিয়া পদে

বিশেষ্য ও অব্যয় পদে

সাধু ও চলিত রীতির পার্থক্য সূচিত হয়-

বিশেষ্য ও বিশেষণে

সন্ধি ও উপসর্গে

প্রকৃতি ও প্রত্যয়ে

ক্রিয়াপদ ও সর্বনামে

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য পরিলক্ষিত হয় কোন পদে সবচেয়ে বেশি?

বিশেষ্য ও বিশেষণে

বিশেষ্য ও সর্বনামে

ক্রিয়া ও সর্বনামে

বিশেষণ ও ক্রিয়ায়