To raise one's brows shows:

irritation

surprise

anxiety

indifference


Description (বিবরণ) :

প্রশ্ন: To raise one's brows shows:

ব্যাখ্যা:

‘To raise one’s brows’ একটি phrase, যার অর্থ আশ্চর্য হওয়া, বিম্মিতি হওয়া ইত্যাদি। অর্থাৎ ‘To raise one’s brows’ means surprise. পক্ষান্তরে, irritation অর্থ প্রকোপন, বিরক্তি, রোষ; anxiety অর্থ ভবিষ্যৎ নিয়ে ভয় ও অনিশ্চয়তা, উদ্বেগ, দুশ্চিন্তা এবং indifference অর্থ উদাসীন, অনীহা প্রভৃতি। সুতরাং সঠিক উত্তর অপশন (খ)।