'রোহিনী কোন উপন্যাসের চরিত্র?

বিষবৃক্ষ

গৃহদাহ

কৃষ্ণকান্তের উইল

রাজর্ষি


Description (বিবরণ) :

প্রশ্ন: 'রোহিনী কোন উপন্যাসের চরিত্র?

ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের সামাজিক উপন্যাস ‘কৃষ্ণকান্তের উইল’ (১৮৭৮)। বিধবা নারী রোহিনী স্বীয় ব্যর্থ জীবনের হাহাকারের জন্য আত্মহত্যা করতে চায়। রোহিনীকে কেন্দ্র করে উদ্ভূত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সমস্যার রুপায়ণ এ উপন্যাসের মূল সুর। চরিত্র - গোবিন্দলাল, রোহিনী।


Related Question

রোহিনী কোন উপন্যাসের নায়িকা?

কৃষ্ণকান্তের উইল

চোখের বালি

গৃহদাহ

পথের পাঁচালী

'রোহিনী কোন উপন্যাসের চরিত্র?

বিষবৃক্ষ

গৃহদাহ

কৃষ্ণকান্তের উইল

রাজর্ষি