'পথিক তুমি পথ হারাইয়াছ ' - উক্তিটি কার ?

নবকুমার

শ্রীকান্ত

কপালকুণ্ডলা

কুমুদিনী


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পথিক তুমি পথ হারাইয়াছ ' - উক্তিটি কার ?

ব্যাখ্যা: বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়ের বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস ‘কপালকুন্ডলা’ (১৮৬৬)। অরণ্যে কাপালিক পালিতা নারী ‘কপালকুণ্ডলা ‘কে ঘিরে এই উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে। ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ - উক্তিটি কপালকুণ্ডলা নবকুমারকে বলেছে। ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন?’ এ উপন্যাসের বিখ্যাত উক্তি।


Related Question

'পথিক তুমি পথ হারাইয়াছ' - কে কাকে বলেছিল?

সীমার হোসেন (রা) কে

আলেয়া সিরাজকে

কপালকুন্ডলা নবকুমারকে

ওপরের কোনোটিই নয়

”পথিক তুমি পথ হারাইয়াছ!” কোন্‌ গ্রন্থের অন্তর্গত?

নৌকাডুবি

পুতুল নাচের ইতিকথা

কপালকুন্ডলা

চরিত্রহীন

'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার?

রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়

মীর মশাররফ হোসেন

শরৎচন্দ্র চট্রোপাধ্যায়