'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?

পার হয়ে

পারায়ে

পেরিয়ে

পার হইয়ে


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?

ব্যাখ্যা: সাধুরীতি থেকে চলিতরীতিতে পরিবর্তনের নিয়ম: নিচে উল্লিখিত নিয়মগুলো অনুসরণ করে সাধু ভাষাকে চলিত ভাষায় রূপান্তরিত করা যায়: ১। ই - স্বরধ্বনির লোপ: ক্রিয়াপদের মধ্যে ই - স্বরধ্বনি থাকলে চলিত রীতিতে ই - স্বরধ্বনি লোপ পায়। যেমন—খাইব>খাব, আসিবে>আসবে। ২। উ - স্বরধ্বনির লোপ: চলিত রীতিতে উ - স্বরধ্বনি লোপ পায়। যেমন— হউক>হোক, থাউক>থাক। ৩। হ - কারের লোপ: চলিত ভাষায় রূপান্তরের সময় পদের মধ্যে হ - কারের লোপ হয়। যেমন— তাহা>তা, যাহা>যা। ৪। উ - ধ্বনির পরিবর্তন: পদের শেষে অ - আ স্বরধ্বনি থাকলে চলিতরীতিতে পূর্ববর্তী উ - স্বরধ্বনি ও - ধ্বনিতে পরিবর্তিত হয়। যেমন— শুন>শোন উঠে>ওঠে। ৫। আ - ধ্বনির পরিবর্তন: পূর্ববর্তী ই - ধ্বনির প্রভাবে পরবর্তী অক্ষরের আ - ধ্বনি এ - ধ্বনিতে পরিবর্তিত হয়। যেমন— গিয়া>গিয়ে মিঠা>মিঠে। ৬। অপিনিহিতি, অভিশ্রুতি ও স্বরসংগতির প্রভাবে পরিবর্তন: অপিনিহিত, অভিশ্রুতি ও স্বরসংগতির প্রভাবে সাধুরীতির পরিবর্তন ঘটে। যেমন— করিয়া>করে, ছুটিয়া>ছুটে।


Related Question

জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ -----

এরা অনেক ছোট হয়

এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

এরা পানিতে জন্মে

এদের পাতা অনেক কম থাকে

জাপানের পার্লামেন্টের নাম-----

ডায়েট

পিনসাস

নেসেট

সোরা

জাপান পার্ল হারবার আক্রমণ করে -------

৭ ডিসেম্বর ১৯৪১

২৩ জুন ১৪৪২

৩ নভেম্বর ১৯৪২

২৬ জুলাই ১৯৪৩

পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম ------

ওএইউ

আরব লীগ

জিসিসি

ওএএস