বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়-

পাল বংশের মাধ্যমে

সেন বংশের মাধ্যমে

গুপ্ত বংশের মাধ্যমে

মৌর্য বংশের মাধ্যমে


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়-

ব্যাখ্যা:

পাল বংশের মাধ্যমে বাংলায় বংশানুক্রমিক শাসনের সূত্রপাত হয়। পাল বংশের প্রথম শাসক গোপাল বাংলার উত্তর এবং পূর্ব অংশের প্রায় সমগ্র অঞ্চলই রাজ্যভুক্ত করেন এবং তাঁর সময়কাল (৭৫০ - ৭৮১) হতেই বাংলায় বংশানুক্রমিক শাসনের সূত্রপাত হয়। উল্লেখ্য যে, পাল বংশের শাসনকাল ছিল ৮৫০ - ১১৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ৪০০ বছর শাসন করে।

মৌর্য বংশ ও সেন বংশের শাসনকাল হলো যথাক্রমে খ্রিস্টপূর্ব ৩২৪ থেকে ১৮৫ খ্রিস্টপূর্ব এবং ১০৬১ খ্রিস্টাব্দ থেকে ১২০৪ খ্রিস্টাব্দ।


Related Question

বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-----

রবীন্দ্রনাথ ঠাকুর

বিষ্ণু দে

সুধীন্দ্রনাথ দত্ত

বুদ্ধদেব বসু

বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

কেশব চন্দ্র সেন

গিরিশচন্দ্র সেন

মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী

মওলানা আকরাম খাঁ

বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে?

১৭০০ সালে

১৭৭২ সালে

১৭৬৫ সালে

১৭৯৩ সালে

বাংলায় নববর্ষ চালু করেন-

আকবর

লক্ষ্মন সেন

ইলিয়াস শাহ

বিজয় সেন