কোন চলচ্চিত্রটি ১৯৪৭ -এর দেশভাগ নিয়ে নির্মিত হয় ?

আবার তোরা মানুষ 'হ'

চিত্রা নদীর পাড়ে

মাটির ময়না

নদীর নাম মধুমতি


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন চলচ্চিত্রটি ১৯৪৭ -এর দেশভাগ নিয়ে নির্মিত হয় ?

ব্যাখ্যা: তানভীর মোকাম্মেল পরিচালিত ‘চিত্রানদীর পাড়ে’ চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশে বিভাগ নিয়ে ১৯৯৮ সালে নির্মিত হয়। মাটির ময়না, নদীর নাম মধুমতি, আবার তোরা মানুষ হ এগুলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।


Related Question

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

কারো পৌষ মাস, কারো সর্বনাশ

চাল না চুলো, ঢেঁকী না কুলো

সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

বোঝার উপর, শাকের আঁটি

শুদ্ধ বাক্য কোনটি?

দুর্বলবশত অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

দুর্বলবশত অনাথা বসে পড়ল

বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে?

১৭০০ সালে

১৭৭২ সালে

১৭৬৫ সালে

১৭৯৩ সালে

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

শামীম সিকদার

সৈয়দ আব্দুল্লাহ খালেদ

হামিদুজ্জামান খান

আবদুস সুলতান