বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন -

প্রধান বিচারপতি

স্পিকার

আইনমন্ত্রী

এটর্নি জেনারেল


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন -

ব্যাখ্যা:

বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন এটর্নি জেনারেল। এটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। বাংলাদেশ সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি তাঁকে নিয়োগদান করেন। বাংলাদেশের বিচার বিভাগের প্রধান হলেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদের সভাপতি হলেন মাননীয় স্পিকার। বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে নির্বাহী - প্রধান হলেন আইনমনন্ত্রী।


Related Question

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----

১৭ এপ্রিল ১৯৭১

২৬ মার্চ ১৯৭১

১১ এপ্রিল ১৯৭১

১০ জানুয়ারি ১৯৭২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----

১৭ এপ্রিল ১৯৯১

১৬ ডিসেম্বর ১৯৭২

৭ মার্চ ১৯৭১

২৬ মার্চ ১৯৭৩

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

চট্টগ্রামে

বগুড়ায়

সোনারগাঁওয়ে

রামপালে

বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----

বিজয়পুরে

রানীগঞ্জে

টেকেরহাটে

বিয়ানী বাজারে

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

শামীম সিকদার

সৈয়দ আব্দুল্লাহ খালেদ

হামিদুজ্জামান খান

আবদুস সুলতান