বাংলাদেশর কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল?

৯নং

১০নং

১১ নং

১২ নং


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলাদেশর কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল?

ব্যাখ্যা:

মুক্তিযুদ্ধ পরিচালনা জন্য মুজিবনগর সরকার বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে বিভক্ত করে । ভৌগলিক সীমারেখার মাধ্যমে নিয়মিত একজন করে সেক্টর কমান্ডারের কাছে এই সেক্টরগুলোর দায়িত্ব অর্পণ করা হয় । শুধু ১০ নং সেক্টর যা নৌ - কমান্ডো সেক্টর নামে অভিহিত, এর কোনো স্থায়ী সীমারেখা ছিলনা । প্রয়োজন এ সেক্টরের অধীন নৌ - সেনারা দেশের যে কোনো জলপথ ও সমুদ্র বন্দরে আক্রমণ পরিচালনা করতে পারত ।