একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কী?
ইউ কে চিং
মায়েম চ্যাং
লুইপা
উয়েন মারমা
Description (বিবরণ) :
প্রশ্ন: একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কী?
ব্যাখ্যা:
ব্যাখাঃ ইউ কে চিং মারমা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খেতাব প্রাপ্ত একমাত্র আধিবাসী মুক্তিযোদ্ধা । যিনি বীর বিক্রম খেতাবে ভূষিত। তিনি ইপিআর এর সদস্য হিসাবে ৬ নং সেক্টরে যুদ্ধ করেন। তিনি ১৯৩৩ খ্রিষ্টাব্দে বান্দরবান মহকুমার উজানি পাড়ায় জন্মগ্রহন করেন।
Related Question
'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
প্রায় ৭৫ শতাংশ
প্রায় ৮০ শতাংশ
প্রায় ৮৫ শতাংশ
প্রায় ৯০ শতাংশ
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-----।
জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-----
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
থাইল্যান্ড
ফিলিপাইন
মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রম সেক্টর-
৫ নং
৭ নং
১০ নং
১১ নং
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
সেন্টমার্টিন
মহেশখালী
হাতিয়া
সন্দ্বীপ
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
টঙ্গি
কোনাবাড়ি
যশোর
গাজীপুর