'পরাগ' বইটি দিয়ে যাও' , বাক্যে পরাগ' কোন পদ?

সম্বোধন পদ

সম্বদ্ধ পদ

বিশেষ্যপদ

সর্বনাম পদ


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পরাগ' বইটি দিয়ে যাও' , বাক্যে পরাগ' কোন পদ?

ব্যাখ্যা:

'সম্বোধন' শব্দের অর্থ আহ্বান । যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে । যেমন : পরাগ, বইটি দিয়ে যাও । সুমন, এখানে এসো । এই দুই বাক্যে পরাগ ও সুমন সম্বোধন পদ ।


Related Question

ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -----

বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে

কীটপতঙ্গের সাহায্যে

ফুলে ফুলে সংস্পর্শে

'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?

সঞ্চয়

কবীন্দ্র পরমেশ্বর

শ্রীকর নন্দী

কাশীরাম দাস

ধানের পরাগায়ন কিভাবে হয়?

বাতাসের সাহায্যে

বৃষ্টির সাহায্যে

কীট-পতঙ্গের সাহায্যে

মৌমাছির সাহায্যে

পরাগায়ন কত প্রকার?

কোনটিই নয়