রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
সোনার তরী
গীতাঞ্জলি
নৈবেদ্য
চিত্রা
Description (বিবরণ) :
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' (1910) এ কাব্যটিকে কবি 'Song Offerings' (1912) নামে ইংরেজিতে অনুবাদ করেন । কাব্যগ্রন্থের ভূমিকা লিখেন ইংরেজ কবি W.B. Yeates । মূলত 'Song Offerings' কাব্যগ্রন্থের জন্য 1913 সালে কবি নোবেল পুরস্কার পান ।
Related Question
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----
কবিতার নাম
গল্প সংকলনের নাম
উপন্যাসের নাম
কাব্য সংকলনের নাম
'ছবি ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত ?
সোনার তরী
পূরবী
বলাকা
পুনশ্চ
বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে?
নেপাল
ভারত
ভুটান
শ্রীলংকা
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
১৯৫১
১৯৬১
১৯৭১
১৯৮১
‘শর্মিলী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
দুইবোন
মালঞ্চ
শেষের কবিতা
বউ-ঠাকুরানীর হাট
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কোনটি?
২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
২৫ বৈশাখ ১২৯৮ বঙ্গাব্দ
২৫ বৈশাখ ১২৭৬ বঙ্গাব্দ
কোনটিই নয়